শনিবার, ৪ঠা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক কটাক্ষের শিকার ইয়াশ রোহান, পাশে মেহজাবীন, আরশরা *** দেশের পতাকা নিয়ে গাজামুখী ‘মিডিয়া ফ্লোটিলায়’ শহিদুল আলম *** বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি *** ইহুদি উপাসনালয়ে হামলাকারী জিহাদ সম্পর্কে যা জানা গেল *** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী

লবণ দিয়ে খুব সহজে টয়লেট পরিষ্কার করুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নিয়মিত টয়লেট পরিষ্কার করতে গিয়ে বিপাকে পড়েন অনেকেই। আসলে আপনি যদি অনেকদিন পর পর টয়লেট পরিষ্কার করেন তাহলে কষ্ট একটু বেশিই হবে, আর যদি দু’দিন পরপরই পরিষ্কার করেন তাহলে নোংরাও কম হবে আবার খাটুনিও কমবে।

জানলে অবাক হবেন, টয়লেট পরিষ্কার রাখার একটি জাপানিজ টেকনিক আছে। সারা রাত টয়লেটে লবণ দিয়ে রাখুন, সকালে ফলাফল দেখে চমকে উঠবেন। জাপানে লবণ শুধু রান্নাঘরের মসলা হিসেবে ব্যবহার করা হয় না, রান্নাঘর বা বাথরুমের মতো ঘর পরিষ্কার করার ক্ষেত্রেও একটি পরিচ্ছন্নতা অ্যাজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। জেনে নিন লবণ দিয়ে কীভাবে টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন-

টয়লেটের গন্ধ দূর করে

বাথরুম বা টয়লেটের এক কোণে একটি বাটিতে বড় দানার লবণ রেখে দিন রাতভর। এতে টয়লেটের দুর্গন্ধ দূর হবে সহজেই। পরের দিন সকালে ওই লবণ ফুটন্ত পানিতে পূর্ণ একটি পাত্রে মিশিয়ে কমোডে ঢেলে দিন। ব্যাস দেখবেন কমোডও পরিষ্কার থাকবে আবার টয়লেটের ভেতরেও কোনো দুর্গন্ধ থাকবে না।

ড্রেন ক্লিনার হিসেবে কাজ করে লবণ

মোটা দানার লবণ বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। বাথরুম পরিষ্কারের ক্ষেত্রে লবণ ছড়িয়ে দিন, তারপর মাজুনি দিয়ে বাথরুমের ফ্লোর ঘষে ধুয়ে ফেলুন। দেখবেন চকচক করবে। আর কমোড পরিষ্কারের ক্ষেত্রে বেশ খানিকটা লবণ কমোডে ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন কয়েক ঘণ্টা। তারপর গরম পানি ঢেলে পরিষ্কার করুন।

বাথরুমের টাইলসের দাগ অপসারণ করে

বাথরুমের কোণ, বাথটাব বা টয়লেটের কোণায় জমে থাকা হলদে বা কালচে দাগ দূর করতেও লবণ বেশি উপকারী। বাথরুমের  দাগ দূর করতে আধা কাপ লবণ, এক চা চামচ বেকিং সোডা ও পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন ও দাগের স্থানে ছড়িয়ে দিন, দেখবেন বিস্ময়কর কাজ করবে। এই পেস্ট দাগের স্থানে দিয়ে সারারাত রেখে দিন ও পরেরদিন সকালে দেখুন ম্যাজিক।

সূত্র: টাইমলেস লাইফ

এস/ আই. কে. জে/

পরিষ্কার লবণ জাপানিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250